আমাদের হেটে চলা পথের শেষে ফলক চিহ্নে আছে বিলয় লেখা
মৃত্যুর সম্মোহনে ছুটে চলি অবিরাম যেখানে দাড়িয়ে আছে উলম্ব
সীমানার রেখা।
জীবনের সমান্তরালে চলে মৃত্যুর গীত আর হার-জিত
চলে দুই বিপরীত পথে বিষম বাহুর কবিতার সম্পাদ্য
প্রমান লেখা।
জন্ম মৃত্যুর এই বৃত্তফাঁদ সময়ের ব্যাসে বাঁধা আছে
পরিধির পথ চলে ঘুরতে থাকি সৃষ্টির জ্যামিতি তবু
হয়না শেখা!