যে কবি মরে যায় কবিতার গন্ধ নিয়ে মুখে
কবিতার শুদ্ধতায় জেগে তুলে আপনার মাথা ঠুকে
যে কবি উড়ে গেল আহত ছন্দের ডানা মেলে
যে কবি অফুরান গল্প গিয়েছে ফেলে
যার সুখ ছিল কেবলি আমাদের সুখে।


সেই কবির অজস্র কথামালার কাছে
হেরে যায় মৃত্যুরা যদি কাছে আসে
কবি তো ছড়িয়ে আছে সহস্র
কবিতার সারি সারি শব্দের গায়ে
ক্লান্ত শ্রান্ত হয়ে অবশেষে
মৃত্যু কেঁদেছে তাই কবিরই পায়ে!

কবি তুমি চলে যাও কবিতা আর গল্প আছে তবু
তোমার পরাজয় নেই জেনো কোনদিনই কভু।