আমাদের জাতির বিবেক অবলীলায়
লিখে যায় তাদের আধুনিক কবিতায়
হাগু মুতু কফ থুতু!
কামুক শব্দাবলী সুড়সুড়ি কাতুকুতু
দিয়ে যায় কিশোর কিশোরীর দেহে।
কি শিখাবে প্রজন্মকে বল বোদ্ধারা?
দেখাদেখি লিখে চলে সহযোদ্ধারা!
ও সব না লিখলে নাকি আধুনিক
বলবে না কেউ!
ধরেছে এদের যে কি এক অজানা
অধুনা অমূলক ফেউ!!
অবক্ষয় ধরে গেছে বুঝি সুকুমার
বৃত্তিতেও আজ
সবখানে রাজত্ব করে গলাবাজ
আর চাপাবাজ!