তোমার বাহবা পেতে আসি নাই কবিতার এ দেশে
মুখে ফেনা যতই তোল বন্ধু জানি তুমি অবশেষে
মাথা নিচু করবেই অাবার সত্য কবিতার চরনে
নিজেকে বিকিয়ে দিয়ে বিবেকের রক্ত ক্ষরণে ।
চাটুকার শব্দ ব্যবসায়ী জব্দ হবে তুমি একদিন
সেদিন শুধিবে কি করে তব সৃষ্টির মহা ঋণ
মিথ্যাকে মেশাও জেনেও তুমি সত্যেরই সাথে
অবলীলায় এ কাজ কর তুমি দিনে কি রাতে!
ফিরে এসো বন্ধু এবার তুমি ও পথ ছেড়ে
জিতবেই তুমি যত মনে হোক গেছরে হেরে ।