পৃথিবীর সমস্ত ঘৃনার থুতু ঢেলে দাও
বিকৃত ধর্মাচারী স্বীকৃত সন্ত্রাসীর মুখে
সমস্ত উদ্ভিত আর প্রাণীর লা'নত পড়ুক
মানুষ নামের উল্লুক জানোয়ারের বুকে ।
সবাই একসাথে বলে উঠি এ অধর্ম
ধর্মকে কলুষিত করাই তোদের কাজ
ফিরে এসো বিশুদ্ধ পথে নইলে বলব
পড়ে নে জাহান্নামীর পোষাক সাঁজ।
জগতের সকল ক্রোধ ঝড়ে পড়ুক
ভ্রষ্ট ও নষ্ট শয়তান সীমারের শিরে
দোযখে চলবে অগ্নির উল্লাস একদিন
ওরে শয়তান তোদেরই ঘিরে!!