তোমার দেয়া মস্তিষ্ক থেকে
যা কিছু বের করে দাও
তোমার দেয়া হাতে যা কিছু
তুমি লিখে নাও
তোমার দেয়া মুখে যা কিছু
বের করে দাও
তোমার দেয়া ঠোঁটে জিহ্বায় যা ফোটে
অন্তর ভাবে যা কিছু সারা দিন-রাতময়;
তোমার প্রশংসাই যেন হয়।
আমার কবিতা থেকে পৃথিবীর চাটুকারিতা যেন চলে যায়।
মানুষের খুশি থেকে তোমার রাজি খুশি যেন বেশি হয়।
আর কারো গোলামী নয়
তোমার গোলামী প্রভু যেন সদা হয়।