পৃথিবীতে আর কিছু চাইনি আমি
সুখ বলে কোন কিছু পাইনি আমি
তোমার গান বিনে কারো গান
গাইনি আমি।
আর কারো কাছে কোনদিন হাত পাতি নাই;
কারো কাছে এই মাথা নত করি নাই।
নিখাদ প্রেম বলে যা ছিল তোমারি সাথে।
ঘুম ভেঙে কেঁদে কেঁদে বলি প্রতি রাতে।
হে প্রিয় প্রভু তুমি যে সুমহান পবিত্র অতি;
সবখানে দেখেছি আঁধার তোমার কাছে শুধু পেয়েছি জ্যোতি।
তোমার প্রেম শুধু আমাকে শান্তি এনে দেয়;
তোমার গোলামীই সুখ ধরাতে যে মেনে নেয়!!