দেবার মত আর এমন কিছু নেই প্রিয়
সামান্য হৃদয়টুকু ছিল তাই প্রভু নিও
অর্ঘ্য ভেবে।
আমার ভাবনা দিয়ে তোমার মহত্ব
মাপা দায়;
তোমার করুনা দিয়ে ত্রুটিগুলো মুছে দিও তায়।
তোমার বড়ত্বকে যেন প্রভু রাখি সদা মনে;
তোমার আদেশ যেন অবিরত যাই প্রভু মেনে।
তোমার প্রেম প্রভু যেন সদা আমি গো যাঁচি;
তোমার গোলাম হয়ে থাকব আমি এখনও আছি।
তোমার রাজত্বে প্রভু আমি এক ক্ষুদ্র প্রাণী;
সৃষ্টির সেরা খেতাব দিয়েছো তবু প্রভু জানি।
তোমার দেয়া মর্যাদা পৃথিবীতে যেন আমি রাখি;
তোমার প্রশংসাতে সদা মেতে আমি যেন ডাকি।