আমার সমস্ত শক্তি আর আবেগ
দিয়ে তোমার বন্দনা করার দুঃসাহস
দেখাই;
জানি সমস্ত আকাশ জমিন ছানি
একত্র করে সব মহাসমুদ্রের পানি
তোমার করুনার এক ফোটা প্রশংসাও হবে না গো প্রভু।
তবু হৃদয়ের জ্বালা জুড়াতে বানাই মালা তোমার বন্দনার শব্দ গাঁথি
সমস্ত দিন রাত্রি মাতি কখন তোমার কুদরতি পায়ে সিজদাহ দেবো ।
তোমার রহমত কুঁড়িয়ে নেবো সমস্ত সময় জুড়ে।
তোমার ভালবাসা যাবেনাকো ফুরে
অন্তহীন এই চরাচরে অসীম দয়া তোমার সমস্ত বিশ্ব জুড়ে।
পেয়েছি তব প্রেম যেখানেই গিয়েছি দেখেছি আমি ঘুরে ঘুরে।