আমাদের প্রিয় শহরগুলো
বিশুদ্ধ পবিত্র নহরগুলো দিন দিন
অযাচিত অবাঞ্চিত নগ্নতায় যাচ্ছে ঢেকে।
ছেঁকে ছেঁকে কয়দিন আর মূল্যবোধ টেকে?
বেঁকে গেছে মানবীর রুচিবোধের হাড় মাংস!
কার আর ধর্মকে ধন্যবাদ দেবার আছে?
বেআব্রু সভ্যতার সহজ আক্রমন রচিত হয়ে গেছে বহুদিন আগেই
আমাদের সহজ সরল গ্রামেও
বইছে নগ্ন হাওয়া
এখন শুধু তুলছি ফসল...
ফসিলের ভেতর নাকি সভ্যতা মেলে!
বেহায়ার ফসিল কি আলাদা হবে?
বক ধার্মিক আর ধর্মহীনের ভীরে
চীড়ে চৌচির হয়ে গেছে সমাজের
ধর্মের মন্দির মাঠ ও মঠ আর গীর্জাগুলো দাঁড়িয়ে আছে ন্যাংটার মতো; কতো আরো কতো
নীচ সভ্যতা নামবে নিচে;
মানুষের রুচিবোধে আব্রু নামবে?!
এত দামি দেহ তার বিনে পয়সায় বিকোবে রাস্তায় রাস্তায় বাসে ট্রামে ট্রেনে রিক্সায় পার্কে পার্কে বিনোদন নামের দেহদান চলবে কতদিন আর?
নারী দেহ বিক্রি করার সভ্যতাকে কবে ঘৃণা ভরে আস্তাকুঁড়ে ফেলে দেব
আমরা মানুষ(?)
খাদ্যের বিনিময়ে দেহদান কর্মসুচীর গোড়াপত্তন হয়ে গেছে তবে????!