তোমাকে ভালবাসি প্রিয়তম
গভীর সমুদ্র নয়
নিঃসীম আকাশ নয়
উষ্ণ ঝর্ণা নয়
সাগরের বেলাভূমি নয়
দিগন্তের লালিমা নয়
অরণ্যের সবুজ নয়;
আমার হৃদয়ের অসীম
আকুলতা ব্যাকুলতার মহাপ্রেম;
স্বপ্নের মহাকাশে বিলিয়মান
নক্ষত্রের মতো হাবুডুবু খাই
তোমার অসীম সৃষ্টির
সীমাহীন রাজ্যের ভেতর।
আমি ক্ষুদ্র তবু রুদ্র প্রেমে ঘেমে উঠি
হে প্রভূ প্রিয়তমহে ....
তোমাকে ভালবাসি গোপনে গোপনে
চরম প্রকাশে
আকাশে বাতাসে তুমুল
প্রচারনার শিহরণে কেঁপে উঠি আমি।
তুমি সব জানো হে অন্তর্যামী .....