ঢাকার শহরে ঝাঁকে ঝাঁকে বাসের
থোকা থোকা নাম
প্রজাপতি কনক ইতিহাস বিহঙ্গ
রফ রফ রংধনু বসুমতি আরো কত পরিবহন;
আমি খুঁজি জান্নাত এক্সপ্রেস
ইসলাম পরিবহন আনলিমিটেড।
এখানে হেল্পার ডাকে "এই গাবতলী মিরপুর কালশী বনানী গুলশান বাড্ডা.....
আমি শুনি ফেরেশতার ডাক"এই জান্নাতুল ফেরদাউস....দারুস সালাম খুলদ..মাউয়া...আদন।
রসূলের টিকিট হাতে দাঁড়িয়ে থাকি
কখন আসবে মৃত্যুর ডাক।
কখন মিলন হবে মহান প্রভুর সাথে।