এসো ওগো শক্ত গিঁট বেধে
এসো দেরি করোনা
তর সয়না প্রাণে
উতলা মন অপেক্ষায় থাকে।
তুমি বলেছিলে  আর এক যুগ পরেই
যুগ সন্ধিক্ষণে আসবে!
চলে গেছে কবে সেই যুগ
এখনো এলে না কেন।
জনতার আর্ত স্বরে ভারি বাতাস
ঝড়ের পূর্বাভাস!
এসো বিদ্রোহী তুমি
আর কত দেরি?
বাঁজিছে কালের ভেরি!
এসো এসো তাড়াতাড়ি।
নজরুল তুমি করোনাক ভুল
দেখো বেলা ডোবে পশ্চিমাকাশ
হয়েছে রাতুল!!
এসো প্রচন্ড দ্রোহে ক্ষিপ্ত অশ্বক্ষুরে
ধেয়ে;
সত্যিকারের মানবতার সাম্যবাদ বেয়ে।
তোমার জন্যে সাজিয়ে রেখেছি বাংলার মাঠ ঘাট উঠোন।