কবিতায় সব চলে
ভূতের কাহিনী শ্যামের গল্প
রক্ত চোষা বাদুরের গান
উদ্ভট উলংগ নৃত্য
চলেনা সফেদ ধর্মকথা ।
থুক্কু, আবার যে কথা চলেনা
উচ্চারণ করে বসলাম
ও সব মধ্যযুগীয় কথা!
তার চেয়ে মদ নারী বেশ্যার
গুণগান করি
সুডৌল স্তন সু-উচ্চ বক্ষের বন্ধনী
সুগঠিত কোমরের ব্যন্জনা
পাঠকের তৃপ্তি আনে ভাল।
সুসভ্যতার নমুনা কামনার রস
রগড়ে দেওয়া কবিদের কাজ!
সুসংষ্কৃতি বোঝা আমার কাজ নয়!!!