শহুরে শীতে বাবুরা জিতে যায়
গরম কম্বলে মুড়ি দিয়ে টাটকা
মুড়ি খায়;
শীতের ঘন কুয়াশার বৃষ্টি টুপ টুপ পড়ে টবে লাগানো বিলাতি ফুলের 'পড়ে।
মানব ফুলগুলি অবহেলায় বস্তা মুড়ি দিয়ে বস্তিতে রাস্তায় পড়ে থাকে;
বাবুদের বাবুরা দালানের ছাদে মাতে খেলায় গরম কাপড়ে;
ফাঁপড়ে কাদে মন হৃদয় হাঁপড়ে
হাওয়া বয় নষ্টের কষ্টের।
বেলকনিতে ছাদের টবে চলে নয়নাভিরাম হাইব্রিড ইনকা গাঁদা,
চিনা গাঁদা জাম্বো গাঁদার চাষ কত যত্নে;
সপ্নে সুখ আসে বিভোর ভোরে দেখে ফুটে আছে কসমস জারবেরা আফ্রিকান ডেইজি মেক্সিক্যান ডালিয়া আর সুন্দর ন্যাস্টারশিয়াম।
চলে জগিং চলে ব্যায়াম
দেখে ইউরোপিও এন্টিরিনাম
সিসিলির সুইটপি ক্যালিফোর্নিয়াম
ক্লার্কিয়া পপি।
সবি আনন্দ স্ফুর্তি আনে ফ্রান্সের মেরিগোল্ড সুন্দরী প্যান্সির টানে।
ভালবাসে গোলাপ ভার্বেনা সালভিয়া জিনিয়া আর পিটুনিয়া;
অথচ, ভালবাসেনা ভাবেনা কেউ পথ শিশু নিয়া।