যতই ভাল কথা বলিনা কেন
নিশ্চয়ই উদ্দেশ্য অসৎ!
তাই পাতে ওৎ
মহৎ উদ্দেশ্যের ইদুর ধরতে
বিশাল গোঁফের সব বিড়াল।
খিঁলাল করে দাঁত খিলানের সৌধের দালানের ছাদে বসে উম নেয় সুর্যের এই শীতে;
হীতে বিপরীত ভাবনারা ভালুকের মত গোঙরায় আহত হয়ে।
সয়ে গেছে এইসব পাছে লোকে কিছু বলা;
থোরাই এইসব আদায় কাঁচ কলা ভূতের চোখ রাঙানি ঘুঁট ঘুঁটে অন্ধকারের শৃগাল কুকুর।
দাঁত বের করে ভেংচি কাটা শুকর
লেলিহান অগ্নিশিখার টগবগে পুকুর।
ভাল ভাল ভাবনাগুলো বলবে কচু আর মুলো অথবা পথের ধুলো ভাববে ভাবুক।
তবু মারবই সত্য পবিত্র চাবুক
সুমহান মানবতার পীঠে।
মিঠে কড়া তিতে ভরা যার যেমনি লাগুক!