তোমার মাটিতেই দাঁড়িয়ে হাসে গর্দভ; আর
তারস্বরে চিৎকার করে বলে 'তুমি' বলে নাকি কিছু নেই!
হ্যাচকা টানে মৃত্যু পানে যখন
চলে যায় বাকশক্তিহীন অসহায়
চেয়ে থাকে টলমল।
নীরবে সাক্ষী হয় তবে বেঁচে থাকতে নয়!
উজবুকের পর উজবুক আসে যায়
অনুতাপে ন্যুব্জ গর্দভ শত হায়
চেষ্টা করেও বলতে নাহি পায়
আমি অহংকারী মিথ্যুক ধারণার
আকাশ কুসুম রচনাকারী
আমি অনুশোচনাকারী
আমি ধিকৃত এক মানুষ নামের
ধরাধামের নিকৃষ্ট নরাধম পশু।