মাঘ পৌষের শীতে কম্বলের মেষ পশুর রোমে ঢেকে থাকি
চেয়ে থাকি দিননাথের দয়ার দিকে;
কারো ঘরে চলছে হীটার কয়েলের
গরম বাতাস;অধুনা কারো রুমে চলে হিটিং মুডে কন্ডিশন।
প্রকৃতীর নির্ভরতা কমে যায়
দিন দিন হয়ে উঠি আরো আধুনিকতম;
এখন মস্তিষ্কের ভেতরে ভাল করে
বাসা বাঁধে সমকামী ভাবনারা ভীষণ!
চলছে অষ্টাদশ শতাব্দির অর্বুদের বুদবুদে লেখা "সডোমের একশত বিশদিন" চলচিত্র বানানোর দারুন সীজন!
ফিরে যায় গা ভাসায় জর্ডানের মৃত সেই লুত সাগরে;
তবে চলে যাও "হাইওয়ে 90"ধরে;
একদিন যেখানে প্যাপিরাস পামগাছ ছিল;
জোসেফাস দেখেছিল বালসাম বৃক্ষের থেকে পারফিউম সুগন্ধী বের করে নেয়া;
ভোগবাদী সডোমিষ্ট চেয়ে দেখো জেরিকো শহরের খোঁয়ানো ইতিহাসের খেয়া!
কালের সাক্ষী দেখো পিরামিড খুলে খুলে;
আজো মিউজিয়ামে জাদুঘরে অবাধ্য আভিশপ্ত রেখেছে তুলে।
ঘুরে ঘুরে দেখো পৃথিবীর পেছনের সব ইতিহাস;
মাটি খুঁড়ে খুঁড়ে দেখো নাকি চোখ মেলে শুধুই বিবর্তনের লাশ?
আর ফসিলের ফসল কেমন তুলে নাও আশ্চর্য্য নিজেদের ঘরে;
অথচ,মৌল মানবতা মুছে ফেলে তোমরাই পশুবাদ এখনও যাচ্ছ আবাদ করে!!!