দেহ ভাঙি খুলে দেখি
দুইশত ছ্য়খানা হাড়
তিনশত ষাটটি জোঁড়া খুলে দেখি
ভাঙি স্নায়ুর সব তার।
ভেঙে দেখি হৃৎপিন্ডের দেয়াল
খুলে দেখি অলিন্দের কপাট
নিরেট করোটি ভেঙে দেখি
মস্তিষ্কের সবগুলো পার্ট ।
দেহের ষোল কলা ভেঙে ভেঙে
ভাল করে করছি খেয়াল।
কোষেদের ভেঙে দেখি নিউক্লিয়াস
জিনের ভেতরে সব আদেশ
ভরে দেয়া যত বিশ্বাস!
অণু-পরমাণু ভাঙি; দেখি
অবশেষে আলোর মত
কিছু কণার উদ্ভাস!
কখনও তরঙ্গ কখনও ফোটনের ফোটা
সব কিছু ভেঙে অবশেষে পাই
তারই নূর;জ্যেতির আলোকচ্ছটা!
তারই থেকে সৃষ্টি এ অসীম জগৎ
তারই মহা মহিমান্বিত শপথ!
আর যেন না ভুলি তাকে
এই নাকে দেই খত্...
এই নাকে দেই খত্...