মানবতাবাদীরা চোখ মেলো
খাতা কলমের থীওরী ফেলো
ভাল করে দৃষ্টি ফেলে দেখো
যতটা থিসীস করেছো
ততটা মানুষের বিভৎস মৃত্যুর
দৃশ্য পাল্টাতে পেরোছি কি?
হিরোশিমা ধরে নাকে কাঁদলে
নাগাশাকি বলে চিৎকার দিলে
কিন্তু অস্রের মজুত বেড়েই চলছে ..
মৃত্যু যমের হাতের সংখ্যা বাড়ছেই
গোপনে প্রকাশ্যে সভ্যতার দাবিদার
শয়তানের তবেদারের দেশে দেশে
হেসে হেসে চুক্তি করছে ভঙ্গ শেষে
বিষাক্ত গ্যাসে ভরছে পৃথিবীর নিঃশ্বাস সকল।
বিশ্বাস সেতো জলের মত টলমল
স্বার্থ উদ্ধার হয়ে গেলে টুঁটি চেপে ধরে
বলবে
"তুই বিষফোঁড়া করছিস  গন্ডগোল"
শান্তির জন্য জীবন দে তবে!
তোকে বাঁচাবে কে আছে ভবে?
আমরা সভ্য অস্র আমাদেরই মানায়
আর কেউ যেন না বানায়!
শান্তি চুক্তিতে সই কর
আর তারাতাড়ি মর...
বিদায় হ মানবতার স্বর!!!