আযান হয়ে গেছে
ঈমানের অস্র শানাতে
অযু করে প্রস্তুত হয়েছে
খোদাভীরু সাহসী বীর মুসলিম যোদ্ধারা;
প্রার্থনা বুকে নিয়ে জেগেছে বীর যোদ্ধা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানেরা;
বসে ছিল কী সেদিন
ধর্ম যারা মানেনা;
তারাও প্রার্থনা থেকে দেয় নাই পীঠটান!
নিজের অজান্তেই কখন
চেয়েছে একটি বিজয় গান
পরম প্রভূর কাছে;
হয়ত বুঝতেই পারে নাই!
একটু পরেই সূর্য উঠে গেল তাই
সেদিন ছিল ডিসেম্বরের ষোল!
বাংলার আকাশ থেকে কেটে গেল পরাধীনতার কালো অম্বর
এল কাংখিত সেই বিজয়
"ষোলই ডিসেম্বর"।
চলে গেল পাক সেনা
কিন্তু রইল নাপাক চেনা
মানুষ নামের পশুরা তুলে নেয় আজো
মায়ের সিঁথির সিদুর বোনের
হাতে লাগানো হেনা!
পাক চলে গেছে
কিন্তু গেলনা তবু সব
মনের ভেতরের পাঁক
রয়ে গেল কিছু ফাঁক
তাইতো বিজয় মিছিল দেখে আমি
এখনও হই হে অবাক!!!
16.10.15
ভোর 5:20am