উদার নীতি উদোর নীতিই রয়ে গেল;
শোধার নীতি খোদার আরশে দূরে,
ক্ষুধার পৃতী রইল পৃথীবী জুড়ে;
সুযোগ সন্ধানীর সুবিধাবাদ শুধু টিকে গেল মস্তিষ্কের ঘরে;
কানে কানে কইল অন্ধ বিবেক চুপ করে!
বুঝি সব হটকারী হাদারাম গাঁধার গন্ধমূষিকের চিৎকারের কি মানে;
তবু নীরবে গলধঃকরণ করি কিম্ভূতকিমাকার কথার কারুকার্য দেখি মিথ্যা মালার জাড়ি জুড়ি সমানে;
আমি শুনলাম সুললিত সে বাণী আসমানী তরঙ্গে মাকড়সার টান টান পর্দার কানে!
সবখানে আজ চলে ফন্দী ফিকির
ফিরিংগী সভ্যতার সস্তা জিগীর
তুলে ন্যাংটা ফরিঙেরা সোল্লাসে সতীত্ব হরণের উল্লাসে মাতে
ঘাসের দেহে মাতালের ভাণে!
জানে সব জানে পাপিষ্ট পৃষ্ঠপোষক;
মহাপাতক শাসক রক্তচোষক ও চরিত্র নাশক চামারের দল;
কামারের মত হাতুরী পিটায় সুসভ্যতার পীঠে সুচেতনার গিঁটে!
অপসৃয়মান ধাবমান দৃশ্যাবলী কেবলি সরে যায় অবিশ্বাসের বিষম বৃহৎ বিলয় বিন্দুর দিকে;
সিন্ধুর সমস্ত সলিল যদি শরাবের শরবৎ হত লালসার জিভ বের করে লিকলিকে;
তবু ঢক ঢক করে গিলে খেত মল;
ঢেড় বেশি টের পেত পর্ণ পিপাষুর দল।
প্রহরে প্রহরে প্রমাদ গুনি প্রিয় বসে বসে বুকের গহ্বরে;
বেঢপ বর্ণবাদী আজও বেজায় হর্ণ বাঁজায় সভ্যতার শহরে!