নিস্তার নাই নিস্তার নাই
যালিম তোমার কভু
কণায় কণায় রেখেছে সাক্ষী
ধরবে তোমায় প্রভু!
ভেবনা তুমি পাবে রে পার
ক্ষমতা চিরদিন তো না আর
ধরবেই বাঁকা ঐ ও ঘাড়
ফেরেশতা খোদার!
পালাবে কোথায়
ভয়েই হবে জবুথবু!
ভেবেছ হস্ত পদ এ তোমার
কর্ণ নাসিকা স্বর্ণ তোমার
এরাই আবার সাক্ষী হবে
আদালতে আল্লাহর!
তোমার বিরুদ্ধেই দেহ ও
সম্পদ দাঁড়িয়ে যাবে এবার!
বিচারকের বিচার হবে
বাদশা শাসক বন্দী হবে
ফন্দী এটে লাভ হবে না তবু;

ভেবেছ মরবে ধরবে না তাই
মরলে সবই মাটি আর ছাঁই
ভুল ভেবেছ এসব ক'টাই
কণা থেকেই জাগাবে তোমায় প্রভু।
ফেরাউন গেছে নমরুদ গেছে
চলে গেছে হিটলার
তুমি ও যাবে আমি ও যাব
রক্ষা আছে কা'র?
কড়ায় গন্ডায় হিসেব নিবে
কেউউ পার পাবে না পার!
আকাশ বাতাস জমিন ও জল
তোমার আমার চোখেরও পল
চলছে সদা ভিডিও রেকর্ডার
সব কিছু দেখব সেদিন
প্রভূর আদেশে চলবে সেদিন
অভূতপূর্ব এক ভিডিও প্লেয়ার!