যখন সবাই ঘুমিয়েছে আলস্যে ও আরামে বিছানায়
প্রভুভক্ত মানুষ পাক্ সাফ হয়ে
পড়ে গেছে সিজদায়;
পবিত্র হৃদয় নিয়ে মসজিদ থেকে
ফিরেছে তারা ঘরে
তাদেরই প্রার্থনায় আজকের এ সুর্য
উঠেছে নাকি রে?
নইলে এ আঁধার কাটিতনা আর
উঠিতনা রবি বুঝি
কেমনে জীবেরা বাঁচিত ধরায় বলতো
দু'চোখ বুঁজি!
ভর দুপুরে মু'মিন ওযু করে
লুটাবে জায়নামাজে
তাই ধীরে ধীরে তপ্ত সুর্য ওরে
হেলিবে পাশ্চিমাকাশে ।
নইলে তপন সরিতনা হায় মাঝের
গগণ হতে
পুঁড়িয়া ছারখার হত না কি ধরা
সূর্য্যির আগুনেতে ?
দুপুর গড়ায় নরম বিকেল যখন
আসে ধরণীতে
সব কাজ ফেলে হৃদয় মেলে ভাসে
প্রার্থনা গীতে ।
ডুবে গেলে এই সুর্য আবার মুসল্লি
ছোটে হায়
মহান প্রভূর দরবারে গিয়ে
শুকরিয়া জানায় ।
রাতের আঁধার এসেছে ধেয়ে
দীঘল যেন না হয়
তাইতে আবার মাগে প্রার্থনা
মুসলিম নিরালায় ।
গভীর নিশিতে আবার জাগে
কাঁদে বারবার হায়
এমনি করিয়া পবিত্র সব
দিনগুলি কেটে যায় ।