থরে থরে সাজানো
সুরে সুরে বাঁজানো
চটকদার কথাগুলো গোগ্রাসে
গিলে ফেলি সুস্বাদে ।
শব্দের ফাঁদে ছন্দের কাঁধে
ভর দিয়ে মন মাতানো কথার
ফুল ঝুরির খই ফোটে
কবিতার ঠোঁটে ।
মন্ত্রমুগ্ধ মানুষ হারায় হুশ
পাগলের মত ভালবাসে
অথচ, কবিতার গদ্যের এক
অসামান্য চিহ্ন রেখে দিলে
ঐশী গ্রন্থের কাছে ।
দুনিয়ার তাবৎ কবি আর শ্রেষ্ঠ
মসিধারী মানুষগুলো হতবাক
শ্রদ্ধায় নত হয় মাথা
কত পন্ডিত জ্ঞানী আর বিজ্ঞানী
সব হয় নির্বাক!
সুন সান নীরব নিস্তব্ধতা!!
শব্দ শুনে মহাসত্য বোমার ।
লৌকিক কথাগুলো হার মানে
অলৌকিক বাণীতে তোমার;
মেনে নেয় সব মর্ত্য-অমর্ত্য ।
আমি জমিনে মাথা রাখি
তোমাকে শুধু ডাকি
আর বলি তুমি চির সত্য ।