মজা লাগে তাই খাই
পুষ্টি বুঝিনা
কি খেলে কি হবে
সে সব খুঁজিনা ।
তেলে ভাজা পুঁটি মাছের মত
মড়মড়ে শব্দগুলো তৃপ্তি আনে
আমার রসনায়
আমি কবিতা বুঝিনা ।

একটু চড়া ঝালের বিদ্রোহী কথা
বজ্র ছন্দ্বের মশলা মাখা
অথবা মেঠো সবুজ প্রকৃতীর
লতাগুল্মের চচ্চরী হলে
একটু বেশিই খেয়ে ফেলি
আমি কবিতা বুঝিনা ।

পুষ্টিতে ভরা মানকচু
কাঁকড়ার ঝোল,সিদ্ধ কেঁচো
এই সবে আমার রুচি নেই
এড়িয়ে চলি খাইনা ।
তাই আমি...
কবিতা বুঝিনা !