একই কলম
একই কালি
একই আকাশে
চাঁদ এক ফালি
সব মরুভূমিতে
একই বালি ।
একই বাতাস
টেনে নেয় শ্বাস
তবু তার ভাই
শুধু অবিশ্বাস ।
তাই সব কলমই
সত্যের সঙ্গী নয়
সব কালিতেই
প্রভূ বন্দনা নয়;
উল্টো করে উপহাস!
কিছু কলম প্রভূর বিরুদ্ধে
দাড়াবার দেখায় দুঃসাহস ।
অথচ,
সামান্য মাছিটি তাড়াবার
নেই ক্ষমতা এদের
নেইরে বল !
আর,
সামান্য মশার হাত থেকে
রেহাই পেতে করে কত কৌশল!
দেখো,
আনুবীক্ষণিক কিছু প্রাণীর
কাছেই এরা কত অসহায়!
অথচ,
দিনে দিনে এন্টিবায়োটিক
কত বদলায়
তবু নিস্তার নাই!!
তবু নিস্তার নাই !!!