মুছে দিলেই কি সব মোছা যায় ?
জাগরণের অনন্য এক দৃষ্টান্ত হায়
হিংসার রজ্জুতে ঝুলিয়ে তোমায়
দঙ্গল কুকুরেরা যেন কামড়ায় ।