বুকের পাজরের হাড়
খুলে খুলে রেখে দেই
এক এক করে
অপরাজিত সেই
মানবের তরে
চোখ দুটো খুলে
তুলে দেই হাতে
দেবার কিছুই আজ নেই ।
বিদ্রোহী সত্ত্বাটাকে যাতে
জোড় করে দমিয়ে রাখি
হয়েছে আদেশ, তুমি সহমত ।
উচ্চ মার্গের অনিঃশেষ
সফলতা পেয়ে গেলে তুমি
রেখেছ শপথ!
আমাদের দেখালে কি দারুন
এক নিদারুন নিঃস্বার্থ পথ ।
হৃদয়ের নালীকায়
রক্ত জালিকায় অবদমিত ক্ষোভ
সমস্ত শরীরে ছড়ায়
পৃথিবীর সব নদী সব জল
সত্যের সাগরে গড়ায় ।