কবিতার বারুদ হঠাৎই
ঝলসে ওঠে বিবেকের ঘষায়
হঠাৎই ফুঁসে ওঠে
ফণা তোলে কালের দশায় ।

যে বারুদ একদিন
তোমাদের শুধুই বিনোদন
মনে হয়েছিল, নিরীহ বস্তুনিচয় ।

সেই আজ বিকট বিদ্রোহে
দেখ বিস্ফোরিত হতে চায় ।

কবিতার বারুদ
কতটা অগ্নিধারী কতটা ধ্বংসকারী
দেখেছিল বৃটিশেরা খুব ।

এ বারুদের ঘষায়, ফিরে পায়
শক্তিহীনে বল ।
জেগে ওঠে নির্জীবে
কালে কালে শোষিতের দল ।