আমি জানি
আমি মানি
তোমাকে ভালবাসা
কতটা কঠিন
কতটা সহজ বিপদের
মুখোমুখি হওয়া
জানি কতটা কন্টকাকির্ণ
তোমাকে রাজি-খুশি
করতে যাওয়া ।
কতটা রক্ত ঝরে
কতটা শক্ত ঝড়েও
টিকে থাকে তোমার
নিশান ।
কতটা আপন করে
জীবন যাপন করে
তোমারই পথ ধরে
চলাটাই প্রেমের
বিধান ।
জানি,
কতটা চোখের জলে
কতটা পাগল হলে
কতটা সাগর জলে
কলমের কালি হলে
তোমারি প্রশংসা মিলে ।
জানি, কত ভারি তোমারি
ভালবাসার ওজন
জানি জানে কজন
তোমার প্রেম বিরহ সওয়া
ভালবাসার ওজন বওয়া
জানিগো প্রভু ।
পৃথিবীর সব আলো
নিভে গেলেও
পৃথিবীর সব আশ্রয়
ফুরালেও তোমাকে
ছাড়বনা কভু ।