আজকাল কিছু কিছু কবি
কয়েকটি মন্তব্য পাওয়ার লোভ
সংবরণ করতে না পেরে
অশ্লীল ইচ্ছাগুলো ফুটিয়ে
তুলছে কবিতার পাতায় ঢু মেরে ।

সাময়িক বাহবা পেতে
অজান্তেই খুইয়ে বসে
আপন সম্ভ্রমখানি
এই কি কবিতার বাণী
এই কি কবির চরিত্রখানি ।

আবার তোরা কবি হ
বিশুদ্ধ হদয়ের কবি
মুছে ফেল হৃদয়ের
অশ্লীল চিত্রখানি ।