তুমি নেই তাই
বাতাস থেমে গেছে
আকাশ ঝুলে গেছে
পাহার ঝুকে গেছে
সাগরের লোনা জলে
ভেসে ওঠে তিমি, তুমি
নেই তাই-
চোঁখের খুব কাছে আমি
তোমার মুখখানি দেখি
শুনি তুখর বজ্রবাণী..
মিলিয়ে যায় দূরনভেঃ
কেউ কাঁদে কেউ বাঁধে
বুক, শক্ত শান্তনার গিঁটে ।
তুমি আছ প্রেরনার
প্রেষণা হয়ে, থাকবেই তুমি ।
১১.৫০ পি এম
১১.০৪.১৫