আমি তোমাকে ভালবাসি                
হৃদয়ের সবটুকুন নিংড়ে দিয়ে        
আমার সামান্য এ জীবন  
যদি তোমার প্রেম সুধা পিয়ে          
উৎসর্গ করতে পারি        
আনন্দ অশ্রুবারি ঝড়াবে আমারি    
প্রশান্ত আত্ত্বাখানি                
তোমাকে ভালবাসি অথচ,কোনদিন        
দেখিনি তোমায়;শুধু শুনেছি বাণী          
ওগো প্রভু দেবো জান  
চাই কি আর প্রতিদান              
রহমত কর খোদা বর্ষন
আর কিছু চাইনা শুধু    
পাই যেন তোমারি দর্শন