সত্যি কথা কইতে গেলে
চটকরে            
ঘাড়টা ওরা ভাঙতে চাবে          
মট করে          
আলোর পথে চলতে গেলে        
ঝট করে    
নানান কথা বলবে সবাই  
পট করে  
দেখবে সবার চোঁখ  রাঙানি    
দাঁত কটমট        
জঙ্গী জঙ্গী করছে সবার    
হাত ছটফট!