পৃথিবীর সমস্ত মানবিয় কথামালা ঘেটে
সমস্ত কবিতার রস জিভে চেটে
যদি করি আস্বাদন
হয়ত অতৃপ্তি তবু রয়ে যাবে।
কেবলি তোমার সুকুমার শব্দাবলী
তৃপ্তি আনে আমার কানে
স্বস্তি আনে প্রাণে!
আমি শুনি কত হতাশার গান
শুনি আশা ভরসার আখ্যান
কেবলি তোমার কোরান
রয় অম্লান!!
অতুল তুমি ও তোমার বাণীর স্বর
সৃষ্টি মাঝে অনুপম ও চির মুগ্ধকর!!!