জাগো মুসলিম জাগো মুসলিম
আনো তসলিম কুরানের
জাগো ধর্মবাদীরা
খোঁজো ঐক্য আদিরা
ব্যাখ্যা মিলাও বেদ,বাইবেল,পুরাণের
আমাদেরই পিতা,সন্তান,ভাইয়েরা
খেলছে খেলা আগুনের
এসেছে ডাক আজ মহাসত্যে ফাগুনের
চলো মিলিয়ে দেখি সবে
সব মহাবাণী
ফেলে পিছুটান ও গুজব কানাকানি
বন্ধ করে ওগো সকল হানাহানি
এক সৃষ্টিকর্তারই কাছে
চল যাই ফিরে যাই
এর চেয়ে শৃংখলা শান্তি আর নাই আর নাই
হোক এই কথা সবখানে জানাজানি
ধর্মকে নিয়ে ভাই আর নয় টানাটানি
এক ঈশ্বরকেই চলো সবে তবে মানি
সব ধর্মের একই খুঁটি
তাই ধরে সবে চল জেগে উঠি
কে ঠেকাবে এমন মহাশক্তি এত!
ভেসে যাবে সন্ত্রাস,চাঁদাবাজ যত
রাঘব বোয়াল আর সব চুনোপুঁটি
হাঁসবে পৃথিবী, চন্দ্র,সূর্য,
জড় ও জীবের সকল জুটি ...