রক্ত ঝরে রক্ত ঝরে
বিশ্ব জুড়ে মানুষ মরে
মানুষেরাই ফানুষ ওড়ায়
বিশ্ব জুড়ে ছড়ি ঘোরায়
নারী পোড়ায় শিশু পোড়ায়
মানুষ হয়ে কেমন করে??
রক্ত ঝরে রক্ত ঝরে
কোমর বাঁধো শক্ত করে
সইবো শুধু এ অপমান
কবিতা আর গানই গেয়ে?
নিরপরাধ জীবন যাবে
দেখবো শুধু চেয়ে চেয়ে ??
রক্ত ঝরে রক্ত ঝরে
শক্তিমানের ভক্ত বাড়ে
ধরাতলের দূর্বলেরা
মার খাবে কি পড়ে পড়ে?
শহীদ হবার ইচ্ছেগুলো
নেই কি রে আর কারো বুকে?
আর কতদিন মানবতা
থাকবে বেঁচে ধুঁকে ধুঁকে??
রক্ত ঝরে রক্ত ঝরে
কোথায় আমি শত্রু ডরে?
কোথায় আমি কোথায় ওমর
এ কোন ভীতি করেছে ভর?
তবে কি শেষ আশা যে ক্ষীণ
মুক্ত হতে লাগবে ক’দিন?
কাঁদবে কত পিতা মাতা
ফুলের শিশু প্রতিদিনে
লাশের মিছিল শেষ হবে না
খুন ঝরা সব ফিলিস্তিনে ??