কবিতা কোথায় পাবো শুধু বুকের ক'টা হাড়
জিরজির করছে কেবল ছিন্নমূল কত কবিতার
শিরশির করছে কেবল কম্পিত রক্ত শিরার
ঝিরঝির করছে কেবল মনে ভাসা ঐ ছবিটার ..
কবিতা কোথায় পাবো শুধু ঘিনঘিন করছে মাথা
চিনচিন করছে যে বুক কাঁপছে চোখের পাতা
তিরতির করছে যে ঠোঁট থিরথির আজ কিছু কথা
কবিতা কোথায় পাবো শুধু মনে ভাসে ছবিটা
ভাসে শুধু সেই মুখ কিছুতে যে আর ডোবে না ..
কবিতা কোথায় পাবো দেখেছি যে কত কবিতা
জীবন্মৃতের মত পড়ে আছে তার সবই তা'
ভাগারে কুকুর কাক আর মানুষ খাচ্ছে কবি তা'
দেখে আর লেখে শুধু কাছে গিয়ে ঐ হাতটা
রাখবে কবে সে হাতে কাছে গিয়ে এক রাতে
ভালোবেসে লেখা শুধু ভালোবাসা তো হলো না …!!