প্রিয়তম তোমাকে আমি চেয়েছিলেম
প্রিয়তম দাও তুমি সম্বল কিছু আলো দাও
নাও আমার হৃদয়ে জমা বিশ্বাস মাখা সব হেম
পৃথিবীতে আজ প্রয়োজন যে তোমার মতো এক কাতারে
দাঁড়ানো সেই ভেদাভেদহীন সাদা কালো উঁচুনিচুহীন সুষম সমতল প্রেম..
ছুঁয়ে দাও তোমার নরম স্পর্শ ও মানবতার শীতল চোখের উষ্ণ
আলিঙ্গনের নিঃস্বার্থ লেনদেন..
কি আছে আমার আর কি বা দেবো?
তোমার অলৌকিক ঐশী সুরভী দাও আমার মনে
ফুটে ওঠা বাগানের ফুল আজ শুধু তোমাকে দিলেম...