আমি বলি না আমি নির্ভেজাল
তবে শুদ্ধ হতে চেষ্টা চালাই
তবে খুন করে ক্ষমা চাওয়ার
সে আদর্শের কথা আমি বলি নাই;
আমি রেগে যাবো না সে অসম্ভব!তবে
যতটা সম্ভব নিজেকে সংযত করে
শান্তিতে ফেরাই তো ধর্ম ভাই ;
যে ভার বইতে অক্ষম তা
বয়ে নিতে বলে না স্রষ্টা
তবু দোষ দেবে পথভ্রষ্টা
খোদার ঘাড়েই চাপিয়ে দেবে
মানুষের ভুল ফুল দেবে অধর্মের পায়ে
মানুষের সেবাই যে স্রষ্টার সেবা
সে কথা বলে নাই কোন মানবতাবাদী
বরং সেটা তো ধর্মের কথাই জানি
আইন তৈরি করে কি লাভ যদি না
প্রয়োগ করি আর তাকে না মানি?
কী নতুন মানবতার বাণী শোনাবে আমায়?
ভারসাম্যতা স্রষ্টার চেয়ে বেশি আর কে জানে?
মনে করে দেখো প্রথম সত্য নৈতিকতার কানে
মহানুভবতার যে গল্প শুনেছিলে মায়ের মুখে
সে তো কোনো ধর্মেরই কাহিনী
হয়তো কোন খোদা ভীরু স্রষ্টার দাসই ছিলো
সে শুভ্র সুন্দর গল্পের নায়ক!
মানুষের জন্য মানুষ প্রকৃতির জন্য মানুষ
সকল প্রাণীর জন্য সকল প্রাণী
জীবের জন্য অথবা জড়ের জন্যেও মানুষ
পৃথিবীর জন্য মানুষ অথবা মানুষের জন্যই পৃথিবী
আর স্রষ্টা বলেন "সমস্ত মহাবিশ্ব মানুষের জন্য"
শুধু মানুষের কৃতজ্ঞতাটুকু রাখা হলো
"স্রষ্টার তরে"... এইটুকু চাওয়া কি
মহান রবের জন্য খুব বেশি চাওয়া হলো..????