অন্ধ আমি
অন্ধ আমার বন্ধ হৃদয় দ্বার
খুলি নাই আজো সত্যে নামের অসীম পারাবার
দেখি নাই আজো নিজেই নিজেকে এতটা আত্বভোলা
শুধু শুধু আমি খুঁজেছি আকাশ মেঘ করেছি ঘোলা!!
সৃষ্টি দেখেছি বৃষ্টি দেখেছি দেখেছি রঙধনু
দেখি নাই বোকা বানর নাকি কেমনে হলাম মনু?!
না শিখে সব গণিত ধাঁধাঁ কেমনে আমার জীবন বাঁধা
না বুঝে দীন রসায়ন ঋণ কেমনে জুড়ি দেহের কাদা!
হাজার বছর করে সাধনা সব রহস্য হলো না জানা
অসীম আমার দেহ বিজ্ঞান অসীম মহাকাশ বাসনা
চট করে বলে দিলে তুমি সব প্রকৃতির গৎবাঁধা?
অন্ধ আমি অন্ধ আমার বন্ধ হৃদয় দ্বার
সিদ্ধান্ত এত সহজেই বলি আমি কোন ছার!!