যুগে যুগে জাগবেই
বিদ্রোহী নজরুল      
জাগবে যুলফিকার
হাকবেই দুলদুল  
লাগবে চুল কি তাঁর
ঝাঁকরা বাবরি? ভুল?
ঘরকুনো মানুষের
শরীরটা তুলতুল      
যে পথে হাটছি মোরা
সে পথ ভুল ভুল    
খোদার বান্দা যারা
হতে চায় মকবুল    
অগ্নি ফুলকি তার
ডাকবেই বুলবুল ।