নীল ছবির কারখানাগুলো জ্বলে জ্বলে পুড়ে পুড়ে যাক
তবু যদি হুশ ফেরে! বিনোদনে তবুও শালীনতা পাক
খুলতে খুলতে আজ বিবস্ত্রই হলো বিনোদন পোশাক
বিনোদন মানেই কি রগরগে যৌনতা এমন নাপাক!
বিনোদন মানেই কি সুড়সুড়ি দেয়া; নেই রাখ ঢাক?

পৃথিবীতে নেই কি আর কোন পেশা?
নাকি স্রেফ যৌনতাই তাদের নেশা?
প্রজন্ম ধ্বংস করা এ কেমন বিষাক্ত খেলা
থামাতে পারে না কেউ তাই হয়ত এ বেলা
আসমানী আদালতে দিলেন স্রষ্টা এ রায়
পুড়িয়ে গুড়িয়ে দেয় অগ্নি তাঁর ঈশারায়!!