আমি চাইনাকো কোন আদর্শ আর
জীবনে করেছি পণ
আমি পেয়েছি যে রসূলের বাণী
কোরানের মূলধন।।
আমি করি সদা শান্তি আবাদ
চাইনা কোন আর নব মতবাদ
সরল সহজ জীবনে আমার
হোক ইসলামই ভূবন।।
আমি শুনিবনা আর কারো গান
শুনেছি মধুর সুরের কুরআন
আমি চাইনাকো আর কারো পথ
শ্রেষ্ঠ তরিকা পেয়েছি যখন।।