কারো কাছে মাথা নত নয়
তোমারি দাস আমি যে
তোমার গোলাম কেবলি
আমার তো নেই কোন ভয়।।
ধরে আমি নবীজীর পথ
করেছি যে শান্তি শপথ
জেনে বুঝে কারো ক্ষতি
করি না তো আমি খোদা ।।
ভালবেসে তোমায় প্রভু
দিয়েছি যে আমি হৃদয়...
তোমার প্রেম পরখ করায়
ঝুলে আছে মাথায় খরগ
শান্তি আমার যে আসল থীম
তবু)মুসলিম খুঁজি নবীর সড়ক ।।
তবে অন্যায় মেনে নেব না
কভু ওগো দয়াময়...