যদি আমার রক্তে ওড়ে
শান্তি নিশান এই দেশে
তৈরি তো আমি শহীদ হতে
মরব জেনে তাও হেসে ।।

মুক্তি পেলে বিজয় হলে
সহায়হীন মানবতার
তৈরি তো আমি শহীদ হতে
মরতে শত রে শতবার ।।
প্রভু)যে জনপদ দুঃখী জনতা
আগলে রাখে ভালবেসে...

দুঃখ যদি মুছতে পারি
রক্ত দিয়ে অনাহারীর
ফুটলে হাসি ছিন্নমূলে
মরণ আমি যাবই ভুলে ।।
কালিমার ও পতাকাটায়
জীবন দেব অবশেষে ...