কত যে গ্রন্থ পড়েছি আমি পৃথিবীতে
হয়নাকো তার সমান
দেহ ও মনের শান্তি যে দিল শুধু
তোমারি কুরআন।।
কত যে নীতির কত আদর্শ
পড়েছি যে কত মতবাদ
বুঝেছি কত যে ভ্রান্তি সেসবে
বুঝেছি বস্তুবাদের শান/(স্বাদ) ।।
ওরে)নগদ যা পাও হাত পেতে নাও
এই নাকি সমাধান!
অথচ)কোরান বলিছে পরকাল আছে
কত নেবে তার প্রমান।।
ভোগবাদীদের যুক্তি শুনেছি
মনে মনে শুধু প্রমাদ গুনেছি
কোরানি সাম্যবাদের সাথে
তাদের কত যে ব্যাবধান ।।