তোমাকে পাবার
যোগ্যতা হয়ত প্রভূ নেই গো আমার
তোমার সে পথে তাই বলে
নেই প্রয়োজন থমকে যাবার।।
তুমি ছাড়া ভাবিনাতো আর কোন কিছু
ছুটি সারাক্ষণ তোমারি প্রেমের পিছু
হয়ত তুমি যে প্রিয় বলে তাই এত
ভয় লাগে তোমাকে যে না পাবার।।
এমন অসম প্রেমের নজির
জানি গো কোথাও যে নাই
তবু তোমারেই চেয়েছি প্রভূ হে
আমি চেয়ে যাব বারবার।।