আমি) জানি গো খোদা
ঐ)সাগর ছুঁয়ে আকাশ নুয়ে
তোমাকেই যে করে সিজদাহ্ ।।
আকাশের 'পর আছে আকাশ
তার উপড়ে আলোক উদ্ভাস
অচেনা সব নক্ষত্র
ডাকে তোমায় ওগো ও রব ।।
আছে কে তাতে দেবে রে বাঁধা ..
তোমারে ডাকে ঐ যে পাখি
সাগর নদী ডাকে ঢেউয়ে
ফুল ফোঁটে যে ও বনে বনে
তোমার গান গেয়ে গেয়ে ।।
তোমার নামে তে ছুঁটে চলে
ও)আকাশে মেঘ সাদা সাদা ...